শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে: অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী

0
1140
blank
বিদায়ী দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী
blank

সিলেট: এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান কলেজ এর অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী বলেছেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার। তাই শিক্ষার্থীদেরকে সমাজের কথা চিন্তা করে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নগরীর সুবিদ বাজারে অবস্থিত সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর আয়োজনে এইচ.এস.সি পরীক্ষার্থীদের নিয়ে বিদায়ী দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মঙ্গলবার সিলেট ক্যামব্রিয়ান কলেজে’র একাদশ শ্রেণির শিক্ষার্থী দেলওয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান কলেজের সিনিয়র প্রভাষক খয়রুন নেছা চৌধুরী নাজ, সিনিয়র প্রভাষক মাহফুজুর রহমান, প্রভাষক ও একাডেমিক কো-অর্ডিনেটর মির্জা বশির আহমদ, প্রভাষক মিশন দত্ত, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ সামিয়া জামান লিনা, একাদশ শ্রেণির পক্ষ থেকে ফয়সল আহমদ আলামিন প্রমূখ।

একাদশ শ্রেণির শিক্ষার্থী মিনহাজুর রহমান আলভী’র কোরআন তেলাওয়তের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রভাষক প্রাঙ্গন দাও পুলক, প্রভাষক লাইজু বেগম, প্রভাষক রেফা বেগম, প্রভাষক মোঃ আনিছুল হক চৌধুরী, প্রভাষক মারজানা আক্তার কলি সহ স্কুল ও কলেজের সকল ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।

এইচ.এস.সি পরীক্ষার্থী বিদায়ী শিক্ষার্থীদেরকে শিক্ষা সমাগ্রী উপহার দেয়া হয়। ডেইলী আমার বাংলা’র সম্পাদক ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী’র দোয়া’র মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।