শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী অনুপস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

0
617
blank

সংসদ প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সোমবার জাতীয় সংসদে আহসান আদেলুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সমাজের বিশিষ্ট ব্যক্তি, কমিউনিটি নেতা, ইমাম, গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তাদের পূর্ণাঙ্গ তথ্য যাচাই-বাছাইয়ের বিষয়ে এ বিভাগের নির্দেশনার যথাযথ অনুসরণ নিশ্চিত করার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

এমপিওভুক্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘গতিশীলতা ও স্বচ্ছতা আনার জন্য এমপিও’র কার্যক্রম বিকেন্দ্রীকরণ এবং অনলাইনভিত্তিক করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওকরণের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস মনিটরিংয়ের জন্য অনলাইন ড্যাশ বোর্ড স্থাপন করা হয়েছে।’

সাংসদ আহসান আদেলুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর (২০১০ শিক্ষাবর্ষ) থেকে এখন পর্যন্ত (২০১৯ শিক্ষাবর্ষ) মোট ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২ কপি বই বিনা মূল্যে সরবরাহ করেছে। সরবরাহ করা বইয়ের মধ্যে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২৯৫ কোটি ১ লাখ ২০ হাজার ৭৮৪ কপি পাঠ্যপুস্তক এবং শিক্ষকদের জন্য ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮ কপি শিক্ষক নির্দেশিকা রয়েছে। শিক্ষানীতি ২০১০-এর আলোকে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩৪০টি পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে।’