শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে: তোফায়েল আহমেদ

0
613
blank
blank

ভোলা : শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে বলে জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে। সেটা এলেই পেঁয়াজের চাহিদা পূরণ হয়ে যাবে। আমরা প্রথমে বার্ষিক চাহিদা, উৎপাদন ও ঘাটতি কত তা নিরূপণ করি। এরপর আমদানি করি। কিন্তু এ বছর সেটি ঠিকভাবে নিরূপণ করতে পারি নাই। এছাড়াও ঘূর্ণিঝড় বুলবুলেও একটা প্রভাব পড়েছে।

শুক্রবার দুপুরে ভোলায় সাংবাদিকেদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভারত থেকে আমরা সবচেয়ে বেশি পেয়াজ আমদানি করি কিন্তু ভারত এ বছর সেটি বন্ধ করে দিয়েছে।যার কারণে পেঁয়াজের দাম বেড়েছে।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পেঁয়াজের দাম বাড়ার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি দুটি দেশ থেকে দ্রুত পেঁয়াজ আনা হচ্ছে।

তিনি বলেন, আমাদের দেশের সমস্যা হলো যখন কোনো কিছুর দাম বাড়ে তখন এক শ্রেণির ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার জন্য দাম বাড়িয়ে দেয়। কারা এই অস্বাভাবিক দামবৃদ্ধির জন্য দায়ী তা সরকার ক্ষতিয়ে দেখছে। এই সংকট সাময়িক।