শ্রমিকের রক্ত ও ঘাম থেকেই পৃথিবীর সব উন্নয়ন: কৃষিমন্ত্রী

0
576
blank
blank

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, পৃথিবীর যত উন্নয়ন হয়েছে সবই শ্রমিকের রক্ত ও ঘাম থেকে। শ্রমিকদের দিয়ে অমানুষিক পরিশ্রম করিয়ে, তাদের কম মজুরি দিয়ে, কম সুযোগ-সুবিধা দিয়ে যতো লাভ করা যায়, সেটা করা হতো। এক্ষেত্রে কোনো মানবিক দিক ছিল না। শ্রমিকের ন্যায্য দাবি-দাওয়ার কথা শোনা হতো না। শতাব্দির পর শতাব্দিতে শ্রমিকরা সংগ্রাম করেছে তাদের দাবি-দাওয়া আদায় করেছে। বুধবার মহান মে দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন ধনবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, দেশ আজ উন্নয়নের পথে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় শ্রমিকের স্বার্থ দেখেছে। বাংলাদেশের সর্বোচ্চ আয় হয়, সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আসে গার্মেন্টস সেক্টর থেকে। এই গার্মেন্টস সেক্টরে শ্রমিকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে। জরুরি কাজের সময় শ্রমিকরা কারখানায় খায় এবং কারখানায়ই ঘুমায়। আবার কাজ করে। এসবের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ নিয়েছেন। নূন্যতম বেতন নির্ধারণ করে দিয়েছেন।