ষড়যন্ত্রের অংশ হিসেবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল: প্রধানমন্ত্রী

0
802
blank

ঢাকা: বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র সরকার সততা দিয়ে জয় করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্র দূর করেই এখন পদ্মাসেতু নিজেরা করছি। এটি জাতি হিসেবে আমাদের গর্ব, আমাদের চ্যালেঞ্জ ছিল এই সেতু নির্মাণ যা আমরা করে যাচ্ছি। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার ৯৭তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা দেশে বাংলা ভাই ও জঙ্গিবাদের সৃষ্টি করে। শুধু তাই নয়- সে আমলে কিবরিয়া-আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করেছে। ২১ আগস্ট দিনে-দুপুরে জনসভায় বোমা মেরে মানুষ হত্যা করেছে। এই ধরনের জঘন্য ঘটনাগুলো তারা ঘটিয়েছে। শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই ’৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। অবৈধভাবে ক্ষমতা দখল করে পাকিস্তানের ডুপ্লিকেট সরকার করা হয়। তখন দেশে কোনো উন্নয়ন হয়নি। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে তিনি বলেন, একজন মানুষ তার দেশের মানুষকে কত গভীরভাবে ভালোবাসতে পারেন তার উদাহরণ বঙ্গবন্ধু। বাঙালি প্রতিটি মানুষের মনের কথা বঙ্গবন্ধু জানতেন। এদেশের মানুষও তাকে মন থেকে মানতেন। বাংলার মানুষ শোষিত হোক-বঞ্চিত হোক বঙ্গবন্ধু তা কোনো দিনই চাননি।