সংসদে নেভি অ্যামেন্ডমেন্ট বিল পাস

0
465
blank
blank

ঢাকা: সামরিক শাসনামলে জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল করে নৌবাহিনী-সংক্রান্ত নতুন একটি আইন করার প্রস্তাবে সায় দিয়েছে জাতীয় সংসদ। সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার নেভি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। গত ২৬ এপ্রিল বিলটি সংসদে তোলার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৯৬১ সালের নেভী অর্ডিন্যান্স সংশোধনের জন্য ১৯৭৬, ১৯৭৭ ও ১৯৮৬ সালের তিনটি অধ্যাদেশ জারি করা হয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সামরিক আমলে জারি করা বিভিন্ন অধ্যাদেশ বাতিল হয়ে গেলে অধ্যাদেশগুলোর কার্যকারিতা বহাল রাখতে নতুন আইন করার উদ্যোগ নেয় সরকার।

আইনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, অধ্যাদেশত্রয়ের কার্যকারিতা জনস্বার্থে বহাল ও অক্ষুণ্ন রাখার লক্ষ্যে নতুন আইন প্রণয়ন করা প্রয়োজন। এ লক্ষ্যে অধ্যাদেশ সমন্বিত করে একটি বিল প্রণয়ন করা হয়েছে।