সঠিক তদন্ত না করার দায় এড়াতে পারে না বিএনপি

0
768
blank
blank

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটনায় জজ মিয়া কাহিনী তৈরি করে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছেন দলের কিছু নেতা। এমন কাহিনীর কোন প্রয়োজন ছিল না বলেও মত তাদের। এদিকে বিএনপি ঘরানার বুদ্ধিজীবীদের দাবি, গ্রেনেড হামলায় বিএনপি জড়িত ছিল না, তবে সঠিক তদন্ত করতে না পারায় দায় কোনো অবস্থাতেই এড়াতে পারে না দল।

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে চলে গ্রেনেড হামলা। সে সরকারের সময় জজ মিয়া নাটকসহ নানা কারণে প্রশ্নবিদ্ধ ছিল এ মামলার তদন্ত। আওয়ামী লীগ সরকারের টানা ২য় মেয়াদে ২০১৮ সালে ৪৯ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয় যাবজ্জীবন কারাদন্ড।

দীর্ঘ দিন পর হলেও এ ঘটনায় সঠিক তদন্ত না হওয়ার কথা স্বীকার করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর দাবি, রাজনৈতিক কারণে আবারো তদন্ত করে ফাঁসানো হয়েছে বিএনপি নেতাদের।

এদিকে বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা বলছেন, ক্ষমতায় থাকাকালীন গ্রেনেড হামলার ঘটনাকে আরো গুরুত্ব দিয়ে সঠিক তদন্ত করা উচিত ছিল বিএনপির।

সন্ত্রাসী কর্মকান্ডকে রাজনীতির সাথে না জড়াতে সব দলের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।