সবচেয়ে কম ওভারে অলআউটের রেকর্ড সিলেট সুপারস্টার্সের

0
1155
blank
blank

 

স্পোর্টস ডেস্ক: আগের দিন বরিশাল বুলসকে ৫৮ রানে অলআউট করে বিপিএলে সর্বনিম্ন রানের লজ্জা দিয়েছিল সিলেট সুপারস্টার্স। একদিনের ব্যবধানে তারাও যে লজ্জার এক রেকর্ডে নিজেদের নাম জড়িয়ে নেবে, তা মনে হয় স্বপ্নেও ভাবতে পারেনি! মাত্র এক রানের জন্যে সর্বনিম্ন রানের লজ্জা পেতে হয়নি সিলেটকে। তবে সবচেয়ে কম ওভারে গুটিয়ে যাওয়ার অপ্রত্যাশিত রেকর্ডটি এখন সিলেটের।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে ১১.৫ ওভারে গুটিয়ে যায় সিলেট। স্কোরবোর্ডে জমা করে মাত্র ৫৯ রান। যা বিপিএলে দ্বিতীয় সর্বনিম্ন রান। এর আগে সবচেয়ে কম ওভারে অলআউট হয়েছিল সিলেট রয়েলস। চিটাগং কিংসের বিপক্ষে ১৩.৫ ওভারে ৭৪ রান করে খুলনা। তালিকার পরের স্থানটিতে আছে খুলনা রয়েল বেঙ্গলস। ১৪.২ ওভারে ৬৭ রানে চিটাগং কিংসের বিপক্ষে গুটিয়ে যায় খুলনা। বিপিএলে এটি তৃতীয় সর্বনিম্ন রান।

রোববার বরিশাল বুলসকে ৫৮ রানে অলআউট করে সিলেট সুপারস্টার্স। তবে ১৬ ওভার পর্যন্ত মাঠে টিকে থাকতে পেরেছিল বরিশাল।