সব ফরম্যাটে আফগানিস্তানের নতুন অধিনায়ক রশিদ খান

0
960
blank
blank

আবারো বদলে গেলো আফগানদের অধিনায়ক। ক্রিকেটের সব ফরম্যাটে আফগানিস্তানের নতুন অধিনায়কের দায়িত্ব পেলেন লেগ স্পিনার রশিদ খান। আর সহ-অধিনায়ক হিসেবে থাকবেন সাবেক অধিনায়ক আসগর আফগান।

বিশ্বকাপের আগে সব কিছু ঠিকঠাক চলছিলো আফগান ক্রিকেটে। তবে বিশ্বকাপের আগ মুহূর্তে আচমকা আসগর আফগানকে সরিয়ে গুলবাদিন নাইবকে অধিনায়ক ঘোষণা করে আফগান ক্রিকেট বোর্ড। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান রশিদ খান এবং মোহাম্মদ নবীর মতো সিনিয়র ক্রিকেটাররা। তবে বিশ্বকাপে দেশের স্বার্থে খেলতে আসেন তারা। যদিও তাদের পারফরম্যান্স ছিলো একেবারেই নাজুক।
বিশ্ব আসরে সব ম্যাচেই বাজেভাবে হেরেছে তারা। যে কয়েকটা ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েছিলো সেগুলোতেও হারতে হয়েছে অধিনায়কের শিশুসুলভ ভুলে। দলের মধ্যেও ছিলোনা কোন শৃঙ্খলা। তাই ব্যর্থ বিশ্বকাপ মিশনের পরপরই সব ফরম্যাটে দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হলো টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খানকে।