সমঝোতা হলে খোলাখুলি বলেন- বিএনপিকে মান্না

0
1049
blank

ঢাকা: যদি সমঝোতা হয় তাহলে সেই সমঝোতাটা খোলাখুলি বলেন, কী সমঝোতা হয়েছে? আমি সবার কাছে আবেদন করে বলতে চাই, আমাদের লড়াই ছাড়া ভিন্ন কোনো পথ নেই। বিএনপিকে উদ্দেশ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

তিনি বলেন, আপসকামিতায়-সহযোগিতায়-সহমর্মিতায়-সমঝোতায় আপনি জিততে পারবেন না। সমঝোতা হয়ে থাকলে বিএনপি তার ভাগেরটা এখনও বুঝে পায়নি। মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার সংগঠন ‘আওয়াজ’ এর এক আলোচনা সভায় মান্না এসব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে মাহমুদুর রহমান মান্না আরও বলেন, আগেই তো আপনার কাজ সেরে ফেলেছেন। খেলতে বসে দাবার চাল দিয়ে দিয়েছেন, এবার ওই পক্ষ চাল দেবে। আপনাকে অপেক্ষা করতে হবে।

বিলকিস জাহান শিরিনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, আওয়াজের প্রধান সমন্বয়নকারী অধ্যাপিকা শাহিদা রফিক, সৈয়দা ফাতেমা সালাম, ফরিদা ইয়াসমীন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, রফিকা আফরোজ, রাশেদা ওয়াহিদ মুক্তা, সায়মা বেগম, সাদিয়া হক প্রমুখ।