সম্প্রচার নীতিমালা পাস হচ্ছে শীতকালীন অধিবেশনেই: তথ্যমন্ত্রী

0
562
blank
blank

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই সম্প্রচার নীতিমালা পাস হচ্ছে। টেলিভিশনের সুরক্ষা ও প্রসারের লক্ষ্যে সম্প্রচার আইনের খসড়া অধিবেশনে তোলা হবে। এমনটাই নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে ব্রডকাস্ট প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত এক র‌্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান।
ইনু বলেন, সংবিধানে বর্ণিত অধিকার তথা গণমাধ্যমের অধিকার সুরক্ষিত করতে একটা কাঠামো দরকার। এজন্য আমরা সম্প্রচার নীতিমালা আইন ও একটা কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছি। গণমাধ্যমের নিয়ন্ত্রণে বিশ্বাসী নই, তাই নীতিমালা থেকে রেগুলারিটি শব্দটি বাদ দিয়েছি।
মন্ত্রী  বলেন, আশা করছি জাতীয় সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই এই নীতিমালা পাস হবে।

প্রচারের স্বাধীনতাকে রক্ষা করতে, সাম্প্রদায়িকতা, মিথ্যাচার ও আকাশ সংস্কৃতির ঝাপটা থেকে সম্প্রচার মাধ্যমকে মুক্ত রাখতে, গণমাধ্যমকর্মীদের উৎকণ্ঠা দূর করতে এবং গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিতে সম্প্রচার নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।