সরকারকে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: ইইউ

0
456
blank

ঢাকা: মত প্রকাশের স্বাধীনতা ও বিশ্বাস যাতে সুরক্ষিত থাকে সে বিষয়টি সরকারকেই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াউদুন।  শনিবার ঢাকায় একজন প্রকাশক খুন ও তিনজন মুক্তমনা লেখক-প্রকাশকের ওপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ত্বরিত পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি।

রোববার ইইউ-এর ফেসবুক পেইজে প্রকাশিত এক বার্তায় মত প্রকাশের স্বাধীনতার ওপর সর্বশেষ এ হামলার নিন্দা জানিয়েছেন তিনি। বিবৃতিতে দুর্বৃত্তদের হামলায় নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের পরিবারের প্রতি শোক এবং আহত প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক রণদীপম বসু ও ব্লগার তারেক রহিমের প্রতি সংহতি জ্ঞাপন করেন ইইউ রাষ্ট্রদূত। মায়াউদুন বলেন, মত প্রকাশের স্বাধীনতা ও বিশ্বাস যাতে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রদূত মায়াদুন আত্মবিশ্বাসী যে আইন শৃঙ্খলা বাহিনীর ত্বরিত পদক্ষেপ ও বাংলাদেশের জনগণের ঐক্য ধর্মান্ধদের এ ধরণের আরও অপরাধ সংঘটন থেকে নিবৃত্ত করবে।