সরকারের দুঃশাসনে মানুষের মনে ঈদের আনন্দ নেই: রিজভী

0
498
blank

সারা দেশে সড়ক-মহাসড়কের বেহাল অবস্থার কারণে ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি চরমে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।

তিনি বলেন, রাস্তা-ঘাটের বেহাল অবস্থার জন্য ঘরমুখী মানুষরা প্রচন্ড দুর্দশার মধ্যে পড়েছে। শুধু তাই নয়, এক দশকের মধ্যে ঈদ বাজারে এমন মন্দাভাব আগে কখনো দেখা যায়নি। ব্যবসায়ীরা দোকানে ঈদের সামগ্রি তুলে বিপাকে পড়েছেন। কারণ বেচা-বিক্রি বন্ধ। এই দুঃশাসনের অবসান না হলে দেশের মানুষের মুক্তি মিলবে না, মিলবে না স্বস্তি। আমরা মনে করি, দেশে গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, সত্যিকারভাবে মানুষ তার পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচন করতে পারলেই কেবল মুক্তি মিলবে।
বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবির পাশাপাশি কোটা ও নিরাপদ সড়কের আন্দোলনের গ্রেফতারকৃত সকল শিক্ষার্থী এবং দৃক গ্যালারি কর্ণধার আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিও জানান রিজভী।