সরকার আগুন নিয়ে খেলছে: মির্জা ফখরুল

0
523
blank

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে বিএনপির দৃঢ় অবস্থান ঘোষণা করে বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর সরকার ও সরকারের মন্ত্রীদের বিষোদগার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। দেশ, জাতি ও রাজনীতির জন্য এটা অশনি সংকেত। দেশের সার্বিক পরিস্থিতিকে আরও নৈরাজ্যকর করে তুলতে পারে। সুপ্রিম কোর্ট, বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা বিচলিত ও হতবাক হয়েছি। বিচার বিভাগকে নিয়ে যেসব মন্তব্য করছেন তা দেশ ও জাতির জন্য অশনি সংকেত বলেই আমরা মনে করি। সরকার আগুন নিয়ে খেলছে। বিএনপি মহাসচিব জনগণকে শাসক গোষ্ঠীর বিপক্ষে সতর্ক থেকে বিচার বিভাগ ও আইনের শাসনের পক্ষে অবস্থান করার আহ্বান জানান।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ২১ আগস্টের অনুষ্ঠানে প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতেই এ সংবাদ সম্মেলন আহ্বান করে বিএনপি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, আতাউর রহমান ঢালী প্রমুখ।