সরকার পরিকল্পিতভাবে শিবিরকে জঙ্গিবাদের সাথে জড়ানোর চেষ্টা করছে: ছাত্রশিবির

0
874
blank
blank

ঢাকা: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান বলেছেন, দেশ থেকে জঙ্গিবাদকে নির্মূলের বদলে তা নিয়ে অপরাজনীতি করে যাচ্ছে সরকার। জনগণকে বিভ্রান্ত এবং রাজনৈতিক ফায়দা হাসিল করতে সরকার পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে জঙ্গিবাদের সাথে জড়ানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে ছাত্রশিবিরের ষান্মাসিক সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সেক্রেটারি জেনারেল ইয়াছিন আরাফাতের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার।
শিবির সভাপতি বলেন, জাতির জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে, জাতীয় নিরাপত্তার মত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আওয়ামী সরকার ঘৃণ্য রাজনীতি শুরু করেছে। জঙ্গিবাদের সাথে কোনো দলকে জড়াতে হলে আওয়ামী লীগকেই জড়াতে হবে। কেননা জঙ্গিবাদের উত্থান ঘটেছিল আওয়ামী লীগের আমলে। শায়খ আব্দুর রহমানসহ জঙ্গিদের শীর্ষ নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার নিকট আত্মীয়। অন্যদিকে সম্প্রতি গুলশানে হামলাকারী অন্যতম জঙ্গি ইমতিয়াজ ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতার ছেলে। কল্যাণপুরে জঙ্গি আস্তানা ‘জাহাজ বিলডিং’-এর মালিক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেখানে নয় জঙ্গির একজনও আওয়ামী লীগ নেতার ছেলে। সম্প্রতি সরকারের তথাকথিত সাঁড়াশি অভিযানের সময়ও ৬৩ জেলায় একযোগে বোমাহামলার আসামী নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে পুলিশ। বিজ্ঞপ্তি।