সরকার প্রশাসনের মাধ্যমে নির্বাচন নিয়ন্ত্রণ করছে: ড. মঈন খান

0
510
blank
blank

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অভিযোগ করে বলেছেন, প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমেই সরকার নির্বাচন নিয়ন্ত্রণ করছে। বুধবার বিকেলে নির্বাচন কমিশনে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, সাংবিধানিকভাবে নির্বাচনের দায়িত্ব ইসির হলেও বাস্তব অধিকার সরকারের। নির্বাচন কমিশন (ইসি) সরকারের বলয় থেকে এখনো বের হতে পারেনি। সরকারের থাবার মধ্যে রয়েছে এবং তারা এখান থেকে কখনো বের হতে পারবে না। ফলে পৌরসভার মতো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অধিকাংশ আসনে বিজয় ছিনিয়ে নেবে সরকারি দল।
এ অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশের নির্বাচন ব্যবস্থায় যে ফাটল সৃষ্টি হবে তার কবলে সরকারি দলও পড়বে। কমিশনের সুষ্ঠু নির্বাচন করার ইচ্ছে থাকলে, তা কেবল সুষ্ঠু নির্বাচন হলেই প্রমাণ হবে। তিনি ইসির কর্মকাণ্ডে প্রশ্ন রেখে বলেন, সংসদ নির্বাচনে ১৫৩টি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয় সংসদ সদস্যরা, ২০০ পৌরসভায় সরকারি দল জেতে, তবে এত আয়োজন করে বড় বড় ভবনে কমিশন কর্মকর্তাদের থাকার দরকার কী।