সরকার বন্দুকের নলের জোরে দেশ চালাচ্ছে: খোকন

0
515
blank
blank

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের মহাসচিব ব্যরিষ্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বর্তমান সরকার ভোট ছাড়া ক্ষমতায় গিয়ে বন্দুকের নলের জোরে দেশ চালাচ্ছে। আ’লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় জনগণের ওপর তাদের কোন আস্থা নেই। তাদের এখন আস্থা আইন শৃংখলাবাহিনীর উপর। তিনি বলেন, আগামী নির্বাচন হবে খালেদা জিয়া, তারেক রহমান ও জনগণের কথামত, হাসিনার কথামতো হবে না। ওই নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে জনগণ বিএনপিকে আবারও ক্ষমতায় বসাবে। তিনি আরো বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরে দিয়েছিলেন বলেই আ’লীগের পুনর্জন্ম হয়েছে। কারন শেখ মুজিব বাকশাল রেখে গিয়েছিলেন। বাকশাল থাকলে আ’লীগ থাকতো না। জিয়াকে হত্যার পর বিএনপিকে ধ্বংসের অনেক চেষ্টা হয়েছে। কিন্তু সেগুলো ব্যর্থ হয়ে বিএনপি আারো শক্তিশালী হয়েছে।
তিনি শনিবার দুপুরে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির মতিয়ার রহমান ভবনে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বগুড়া ইউনিট সভাপতি অ্যাডভোকেট শেখ মোখলেছুর রহমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবি ফোরামের যুগ্ম মহাসচিব মোঃ সানাউল্ল্যাহ মিয়া, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, লাভলী রহমান, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, বগুড়া বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন সরকার, একেএম হাফিজুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিএনপি নেতা খোরশেদ মিয়া আলম, জয়নাল আবেদীন চাঁন প্রমুখ।
আইনজীবি ফোরামের যুগ্ম মহাসচিব মোঃ সানাউল্ল্যাহ মিয়া বলেন, আগামী নির্বাচনে জয়লাভের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। দলের নেতার্মীদের বিনা খরচে আইনী সহায়তা দিতে হবে।
বিশেষ অতিথি ভিপি সাইফুল বলেন, সকল বাধা উপেক্ষা করে রাজপথে নামতে হবে। নইলে সরকার দাবি মানবে না। অনুষ্ঠানে শিক্ষানবীশ আইনজীবিরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।