সাকিব-মুশফিকে এগুচ্ছে বাংলাদেশ

0
983
blank
blank

দারুণ একটা সূচনার পর দলীয় ৬০ রানে আউট হয়েছিলেন তামিম ইকবাল। দলীয় স্কোরে ১৫ রান যোগ হতেই মারমুখি ব্যাটিংয়ে থাকা সৌম্য সরকারও ফিরে যান। তৃতীয় উইকেটে তখন সাকিব আল হাসানের সঙ্গে জুটি বাঁধেন মুশফিকুর রহিম। অতি নির্ভরতার এই জুটিতে সামনে এগিয়ে চলছে বাংলাদেশ।

জুটিতে ইতোমধ্যে এসেছে ৮৫ রান। ২৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬০ রান। সাকিব ও মুশফিক উভয়ে ৪৫ রান নিয়ে খেলছেন।

এর আগে দক্ষিণ রবিবার বিকেলে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। শুরুতে ব্যাট হাতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার দারুণ একটা সূচনা এনে দিয়েছিলেন।

তবে দলীয় ৬০ রানে ভাঙে ওপেনিং জুটি। নবম ওভারের দ্বিতীয় বলে আন্দিলে পেলকায়োর বলে কট বিহাইন্ড হয়ে যান তামিম। আউট হওয়ার আগে ২৯ বল থেকে একটি চারের মারে ১৬ রান করেন তিনি। এরপর দ্বাদশ ওভারের চতুর্থ বলে ক্রিস মরিসের শর্ট বল খেলতে গিয়ে পরাস্ত হন সৌম্য। বল গ্লাভসে লেগে চলে যায় উইকেটের পেছনে থাকা কুইন্টন ডি ককের হাতে। আউট হওয়ার আগে অবশ্য ৩০ বল থেকে ৯টি বাউন্ডারির সাহায্যে ৪২ রানের ইনিংস খেলেন তিনি।

এটি ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের কাছে উদ্বোধনী ম্যাচে হেরেছে। এটি তাদের দ্বিতীয় ম্যাচ।