সিইসি জনতার মঞ্চের নেতা ছিলেন: শামসুজ্জামান দুদু

0
1091
blank
blank

ঢাকা: নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জনতার মঞ্চের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, নির্বাচন কমিশন খারাপ-ভালো যাই হোক না কেন, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদু এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, দলীয় সরকারের অধীন নির্বাচন করলে কেমন নির্বাচন হয় তা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে দেখা গেছে। এ কারণেই একজন প্রধান নির্বাচন কমিশনার ও যাদেরকে সহযোগী কমিশনার হিসেবে নাম ঘোষণা করা হয়েছে, এদেরকে সহায়তা করার জন্য নিরপেক্ষ নির্দলীয় সরকার দরকার। যাতে সবার গ্রহণযোগ্য নির্বাচন করা যায়।
এর আগে কৃষক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন শামসুজ্জামান দুদু। ঢাকা মহানগর কৃষক দল এ প্রস্তুতি সভার আয়োজন করে। ঢাকা মহানগর কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির হায়দারের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, কৃষক দলের সহ-সভাপতি এম এ তাহের, নাজিমউদ্দিন আহমেদ নাজিম মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক তকদীর হোসেন মোঃ জসিম প্রমুখ।