সিলেটে জামায়াত প্রার্থীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার!

0
803
blank
blank

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরকে নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে।

জামায়াতের এক নেতা অভিযোগ করে বলেন, রবিবার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে Etyhasher Diner নামের একটি আইডি থেকে ফেসবুকে সিলেটভিউর লোগো এবং দুই মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ও এহসানুল মাহবুব জুবায়েরের ছবি ব্যবহার করে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে লেখা হয়েছে ‘অবশেষে ২০ দলীয় জোট প্রার্থী আরিফুল হক চৌধুরীকে জামায়াত প্রার্থীর সমর্থন’।

এই ছবিটি প্রকাশিত সংবাদের মত করে সাজানো হয়েছে এবং দুই মেয়র প্রার্র্থীর ছবির মাঝখানে সিলেট সিটি করপোরেশনের লোগোও বসানো হয়েছে।

কিন্তু এধরনের কোন সংবাদ ওই পত্রিকায় প্রকাশিত হয়নি।

এ ব্যপারে সিলেটভিউ কর্তৃপক্ষও এটিকে অপপ্রচার দাবি করে বলেছেন- আমাদের লোগো ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার করা হয়েছে। এধরনের কোন সংবাদ সিলেটভিউ প্রকাশ করেনি বা এধরনের সংবাদের কোনো সত্যতাও নেই। বিষয়টি ইতোমধ্যেই পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।