সিলেটে ব্রিটিশ ইমিগ্রেশন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

0
612
blank
blank

আমার বাংলা ডেস্ক: সিলেটে ব্রিটিশ ইমিগ্রেশন বিষয়ে সেমিনার ন্যাশনাল কমিউনিটি এনগ্রেজমেন্ট লিড বাংলাদেশের প্রতিনিধি মহিদ মিয়া এর মনোজ্ঞ বক্তব্য উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। ১২ এপ্রিল বুধবার নগরীর সিলেট ওমেন্স মেডিকেল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন, সিলেট ওমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই, প্রিন্সিপাল অধ্যাপক ড. রেজাউল ইসলাম, এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রিটিশ কমিউনিটি নেতা আব্দুল আহাদ সহ সিলেটের শিক্ষাবিদ, সাংবাদিক সহ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি মহিদ মিয়া যুক্তরাজ্য ইমিগ্রেশন বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইমিগ্রেশন বিষয়ে বিভিন্ন পরামর্শ  দেন। তিনি বাংলাদেশীদের বৈধ পন্থায় যুক্তরাজ্যে ভ্রমনের আহবান জানান।