সিলেটে সমকালনিউজ টুয়েন্টিফোর ডট কম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
486
blank
blank

এস এ শফি, সিলেট ব্যুরোঃ বাংলাদেশ বেতার এর পরিচালক ড. মির শাহ আলম বলেছেন, “তথ্য প্রযুক্তির এ যুগে অনলাইন সাংবাদিকতার বিকল্প নেই।” তথ্য প্রযুক্তির ব্যবহারে নতুন এক মাত্রা সৃষ্টি করেছে অনলাইন সাংবাদিকতা। অন্যান্য দেশের মত এদেশেও অনলাইন গণমাধ্যম জনপ্রিয় হয়ে উঠেছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম এটি এখন খুব জনপ্রিয়। একে উপেক্ষার কোন সুযোগ নেই। কিন্তু এই বিকল্প গণমাধ্যমটিকে সতর্কভাবে ব্যবহার না করলে অনেক বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই এর সাথে সংশ্লিষ্টদের গুরুত্বের সাথে কাজ করতে হবে। তিনি গত ২৩ এপ্রিল বিকেলে সিলেটে সমকালনিউজ টুয়েন্টিফোর ডট কম সিলেট অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমকালনিউজ টুয়েন্টিফোর ডট কম এর সিলেট ব্যুারোপ্রধান ও ইংরেজী দৈনিক নিউ নেশন এর সিলেট প্রতিনিধি এস এ শফি’র সভাপতিত্বে, সমকালনিউজ এর সিলেট প্রতিনিধি সুমন ইসলাম এর পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, সমকালনিউজ টুয়েন্টিফোর ডট কম এর বার্তা সম্পাদক মহসিন ফরাজী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি কবি মুহিত চৌধুরী, আসক ফাউন্ডেশনের চেয়াম্যান রাকিব আল মাহমুদ, অরাস সিলেট সভাপতি বাদশা গাজী।

বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার প্রতিনিধি এম রহমান ফারুক, জাহাঙ্গীর আলম, সমকাল নিউজ প্রতিনিধি জায়েদুল ইসলাম, ফারুক আহমদ, সজীব হালদার, পারভেজ আহমদ, ফখরুল ইসলাম খান, শরীফ গাজী, সোয়েব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সমকালনিউজ টুয়েন্টিফোর ডট কম সিলেট অফিস এর নেতৃবৃন্দ।