সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৩দিন ব্যাপি ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন

0
557
blank
blank

নিজস্ব প্রতিনিধি: সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৩দিন ব্যাপি ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী’র ঘোষণার মাধ্যমে মঙ্গলবার সকাল ১০টায় আকাশে বেলুন উড়ানোর মধ্য দিয়ে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র সূচনা হয়। বর্ণাঢ্য আয়োজনের প্রথম দিনে সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়।
শিক্ষকদের পরিচালনায় আয়োজনের প্রথম দিনে বিভিন্ন ইভেন্টের মধ্যে স্মৃতি পরীক্ষা, অংক দৌঁড়, দীর্ঘ লাফ, মিউজিক্যাল চেয়ার ও ব্যাড মিন্টন উল্লেখযোগ্য। সকল ইভেন্টে স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীর স্বতস্ফুত অংশগ্রহন ছিল।
সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী’র সার্বিক দিকনির্দেশনায় ইভেন্টগুলি পরিচালনা করেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক খয়রুন নেছা চৌধুরী নাজ, বাংলা বিভাগের অধ্যাপক মির্জা বশির আহমদ তোহা, পদার্থ বিভাগের প্রভাষক মিশন দত্ত, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক রেফা বেগম, ইংরেজী বিভাগের প্রভাষক মাহবুবা আক্তার, প্রভাষক আয়েশা জামিলা, প্রভাষক নাজিম উদ্দিন চৌধুরী, প্রভাষক ফাতেমা লিপি, ক্যামব্রিয়ান স্পোর্টস এন্ড কালচারাল গ্রুফের আহ্ববায়ক মাবরুর আহমদ সাজু, সদস্য সচিব মারজান চৌধুরী, শিক্ষক আবুল হোসেন, জামাল হোসেন, রিমা রায়, শারমিন সুলতানা চৌধুরী।