সিলেট জেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্য বিবাহমুক্ত ঘোষণা

0
975
blank
blank

সিলেট জেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন. এম. জিয়াউল আলম। নগরীর আমান উল্যাহ কনভেনশন সেন্টারে সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব এন এম জিয়াউল আলম বলেন, পূণ্যভূমি সিলেট থেকে যে কোন যাত্রাই ইতিবাচক হয়। সিলেটকে দেশের প্রথম বাল্য বিবাহমুক্ত জেলা ঘোষণা করে তিনি বলেন, সারাদেশে এটি ইতিবাচক ফল বয়ে আনবে।
তিনি বলেন, ভিশন ২০২১ এর আলোকেই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, জন্ম সনদ প্রদানের সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং বিয়ে পড়ানোর সময় কাজীরা সচেতন থাকলে বাল্য বিয়ে অনেকাংশে কমে আসবে। অন্যদের মধ্যে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ, পুলিশ কমিশনার কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বিশেষ অতিথি ছিলেন।