সিলেট লালদিঘীরপাড় নতুন মার্কেট বন্ধ ঘোষণা

0
712
blank
blank

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন লালদিঘীরপাড় নতুন মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে লালদিঘীরপাড় নতুন মার্কেট ব্যবসায়ী কমিটি । ২৫ মার্চ রাত ১২টা থেকে ৪ এপ্রিল পর্যন্ত এই মার্কেট বন্ধ থাকবে। লালদিঘীরপাড় নতুন মার্কেট ব্যবসায়ী কমিটি আজ মঙ্গলবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, এই মার্কেটে প্রায় হাজারের অধিক মালিক ও কর্মচারী রয়েছেন। মার্কেটগুলোতে দিনে ১০ থেকে ১৫ হাজার ক্রেতা কেনাকাটা করেন। গত কিছুদিন ধরে তাদের সবার মধ্যে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক কাজ করছে। তাই দোকান মালিক, শ্রমিক ও ক্রেতাদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে মার্কেট বন্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ বন্ধের সময়ে মার্কেটের নিরাপত্তাকর্মীরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

এছাড়া করোনা ভাইরাস সতর্কতায় সরকারের যে কোন নির্দেশনা গুরুত্বের সঙ্গে মেনে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।