সিলেট শিক্ষাবোর্ডে কমেছে জিপিএ ৫, বেড়েছে পাসের হার

0
1404
blank
blank

সিলেট: দেশের অন্যান্য শিক্ষাবোর্ডের ন্যায় বুধবার সিলেট শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে ছেলেদের জয়জয়কার। মেয়েদের চেয়ে ছেলেরা এবারও এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করেছে। গড় পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় দিক থেকে এগিয়ে রয়েছে ছেলেরা। তবে সিলেট শিক্ষাবোর্ডে জিপিএ-৫ কমেছে বেড়েছে পাসের হার। ২০১৬ সালে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৩৭ হাজার ৬৭২ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩২ হাজার ৩১৮ জন। ছেলেদের পাশের হার ৮৫ দশমিক ৭৯ ভাগ।

অপরদিকে ৪৬ হাজার ৭৭৬ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৯ হাজার ২৬৮ জন। মেয়েদের পাশের হার ৮৩ দশমিক ৯৫ ভাগ। মোট জিপিএ-৫ প্রাপ্ত ২ হাজার ২৬৬ জনের মধ্যে ১ হাজার ২২৫ জন ছেলে ও ১ হাজার ৪১ জন মেয়ে।

২০১৫ সালের এসএসসি পরীক্ষাতেও সিলেটে মেয়েদের চেয়ে এগিয়ে ছিলো ছেলেরা। গত বারের পরীক্ষায় ৩২ হাজার ৪৪৫ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছিল ২৬ হাজার ৯৬৬ জন। ছেলেদের পাশের হার ছিলো ৮৩ দশমিক ২০ ভাগ এবং ৩৯ হাজার ৭৪৩ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছিল ৩১ হাজার ৯৬৬ জন। মেয়েদের পাশের হার ছিলো ৮০ দশমিক ৭০ ভাগ।

মোট জিপিএ-৫ প্রাপ্ত ২ হাজার ৪৫২ জনের মধ্যে ছেলেদের সংখ্যা ছিলো ১ হাজার ৩৩৮ জন এবং মেয়েদের সংখ্যা ছিলো ১ হাজার ১১৪ জন মেয়ে।

এদিকে সিলেটে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার বেড়েছে অপরদিকে কমেছে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা।

এবার পাশ করেছে ৮৪ দশমিক ৭৭ ভাগ। যা গতবারের তুলনায় ২ দশমিক ৯৫ ভাগ বেশি। ২০১৫ সালে পাশের হার ছিল ৮১ দশমিক ৮২ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬৬ জন। গতবছর এই সংখ্যা ছিল ২ হাজার ৪৫২ জন।

বুধবার সকাল সাড়ে ১১টায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম। তিনি জানান, গতবারের তুলনায় এবার সিলেটে পাশের হার বেড়েছে কিন্তু জিপিএ-৫ কমেছে। এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে শতকরা ৮৪ দশমিক ৭৭ ভাগ শিক্ষার্থী। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬৬ জন।

সিলেট বোর্ড মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৮৪ হাজার ৪৪৮ জন। ছেলে ৩৭ হাজার ৬৭২ জনের মধ্যে পাশ করেছে ৩২ হাজার ৩১৮ জন। পাশের হার ৮৫ দশমিক ৭৯ ভাগ। ৪৬ হাজার ৭৭৬ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৯ হাজার ২৬৮ জন। পাশের হার ৮৩ দশমিক ৯৫ ভাগ।