সুনামগঞ্জের তাহিরপুরে নির্বাচনি সংঘর্ষে পুলিশসহ আহত ১০

0
574
blank

সুনামগঞ্জের তাহিরপুরে নির্বাচনি সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বিন্নাকুলি ও পুরানঘাট ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিন্নাকুলি ও পুরানঘাট ভোটকেন্দ্রে নৌকার সমর্থক ও মোটরসাইকেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কাজল দেব, রুহুল আমিন ও বেলাল হোসেন নামের তিন পুলিশ সদস্যসহ ফারুক আহমদ, ফজলুল হক, মজিবুর রহমান, হাবিবুর রহমান, আল আমিন, তোবারক হোসেন ও কবির হোসেনসহ ১০ জন আহত হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. কৃপেশ রঞ্জন রায় বলেন, ‘তাহিরপুরে নির্বাচনি সংঘর্ষে ৫ জন চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানার এস আই ও বিন্নাকুলি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে চল্লিশ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করতে হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কর্মী ও সমর্থক আহত হয়েছেন।