সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে পানি ঢুকছে, কাদছে কৃষক

0
1186
blank
blank

কে.এম.শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে পানি ঢুকছে। কাদঁছে কৃষক। নিজেদের ফসল রক্ষায় বাধঁ নির্মানে নিজেরাই প্রানান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষকরা। গত শুক্রবার থেকে জেলার বিভিন্ন হাওরের ফসর রক্ষা বাধঁ ভেঙ্গে পানি ঢুকার খবর পাওয়া গেছে। স্থানীয় কৃষকরা জানান, সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে বিএডিসি’র অর্নিমিত সুইচ গেইট দিয়ে পানি ঢুকছে।

এ দিকে ধর্মপাশা উপজেলার ডুবাইল হাওর, মারাদাইড়, চন্দ্রসোনারতাল, লাউয়া, বরাম, উড়িবিল, কলাইনপুর হাওরে পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদারের নির্মিত বাধঁ ভেঙ্গে পানি ঢুকছে। তলিয়ে যাচ্ছে লাখ লাখ একর ফসলী জমি। বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জগন্নাথপুর, জামালগঞ্জে ফসল রক্ষায় কৃষকরা আন্দোলন সংগ্রাম করছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন বলেন, প্রবল বর্ষন, পাহাড়ী ঢলে নদীর পানি ভরে উঠায় কয়েকটি হাওরে পানি ঢুকছে। বাঁধ রক্ষায় স্থানীয় কৃষকদের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীরা কাজ করছে।