সুনামগঞ্জের যাদুকাটা নদীতে বারুণী মেলা ও শারপিন শাহ (র:)ওরস

0
788
blank
blank

কে এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার অদ্বৈত মহাপ্রভুর আখড়া সংলগ্ন যাদুকাটা নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের বারুণী মেলা ও স্নান অনুষ্ঠিত হয়েছে। শতাব্দীর প্রাচীণ এই ধর্মীয় আচারে যোগ দেন লাখো পূন্যার্থী।
আজ ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত জাদুকাটা নদীতে অনুষ্ঠিত এ বারুণী স্নানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা অংশ নেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ঢল নামে প্রায় ১০ লাখ ভক্তদের। স্নানের তিথি চলাকালীন সময়ে দুইপাড়ের ভক্তদের শ্রোত গিয়ে পড়ে পাহাড় থেকে নেমে আসা জাদুকাটা নদীতে। অপর দিকে মুসলিমদের শারপিন শাহ (র:)এর বার্ষিক ওরস অনুষ্ঠিত হয় লাউরগড় এলাকায় ভারতের সীমান্তে। দু’ধর্মের যেন মিলন মেলায় পরিনত হয়।দুই উৎসবের মানুষেরা ভিন্ন ভিন্ন বেশে পালন করছে ওরস ও উৎসব।