সুনামগঞ্জে জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0
1979
blank
blank

কে.এম শহীদুল, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এর আগে বর্ধিত সভার উদ্বোধন করেন-বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হায়দর চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সিরাজুর রহমান সিরাজ, কৃষক লীগের সাবেক সহ সভাপতি শংকর দাস, সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আহবায়ক জুনেদ আহমদ, গৌতম বণিক, ফজলুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য মেহেদী হাসান চৌধুরী রাসেল, সালমা আক্তার চৌধুরী, তারেক মিয়া, মাসুক মিয়া, দিরাই উপজেলা কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম, ধর্মপাশা উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, শাল্লা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নিপেশ তালুকদার, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলী আমজাদ, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির, দোয়ারাবাজার উপজেলা কৃষক লীগের আহবায়ক শহীদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেছেন আসুন বিবেদ নয় সকল ভেদাভেদ ভ’লে গিয়ে জাতির পিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শেও সকল সৈনিকদের সবাই একত্রিত হয়ে সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের চিত্র সাধারন মানুষদের মাঝে তুলে ধরি। কেনা আওয়ামীলীড় সরকারের যে উন্নঢন সফলতা আছে তা সাধারনকে জানাতে হবে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের মধ্যে ঐক্য না হলে বিরোধী বিএনপি জামায়াত শিবির এই সুযোগটি কে কাজে লাগিয়ে আামদের মধ্য বিভেদ সৃষ্টি করে ফায়দা নেয়ার চেষ্টা করবে। তাই আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নকল নেতাকর্মীদেও আজ সময় এসেছে এক সাড়িতে দাড়িঁয়ে অপশক্তির যেকোন অপতৎপরতা মোকাবিলা করতে সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।