সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন যারা

0
795
blank
blank

নিজস্ব প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কমিটির অনুমোদন করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে যারা স্থান পেয়েছেন:
সভাপতিঃ আলহাজ্ব মতিউর রহমান
সহ সভাপতিঃ নূরুল হুদা মুকুট
সহ সভাপতিঃ মহিবুর রহমান মানিক
সহ সভাপতিঃ আপ্তাব উদ্দীন আহমদ (এডঃ)
সহ সভাপতিঃ সিদ্দিক আহমদ
সহ সভাপতিঃ মতিউর রহমান (মুক্তিযোদ্ধা)
সহ সভাপতিঃ আলহাজ্ব আইয়ূব বখ্ত জগলুল
সহ সভাপতিঃ শফিকুল আলম (এডঃ)
সহ সভাপতিঃ সৈয়দ আবুল কাসেম
সহ সভাপতিঃ রেজাউল করিম শামীম
সহ সভাপতিঃ অবনী মোহন দাস (এডঃ)
সহ সভাপতিঃ ডঃ খায়রুল কবীর রুমেন (এডঃ)
সাধারণ সম্পাদকঃ ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন
যুগ্ম- সাধারণ সম্পাদকঃ নান্টু রায় এডঃ
যুগ্ম- সাধারণ সম্পাদকঃ হায়দার চৌধুরী লিটন (এডঃ)
যুগ্ম- সাধারণ সম্পাদকঃ আবুল কালাম চৌধুরী
কোষাধ্যক্ষঃ ইশতিয়াক আহমদ শামীম
আইন বিষয়ক সম্পাদকঃ আব্দুল করিম (এডঃ)
কৃষি বিষয়ক সম্পাদকঃ করুনা সিন্দু চৌধুরী বাবুল
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ শামীম চৌধুরী
দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদকঃ শাহ মোঃ আবু নাসের
দপ্তর বিষয়ক সম্পাদকঃ নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল (এডঃ)
ধর্ম বিষয়ক সম্পাদকঃ মফিজুল হক (মফিজ)
প্রচার সম্পাদকঃ গোলাম সাবেরীন (সাবু)
মহিলা বিষয়ক সম্পাদিকাঃ নিগার সুলতানা (কেয়া)
মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকঃ গোলাম মস্তফা (এডঃ)
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকঃ জাহাঙ্গীর চৌধুরী
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ আব্দুল আজাদ নোমান (এডঃ)
যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদকঃ কামরুল হাসান
মানব সম্পদ বিষয়ক সম্পাদকঃ সিতেষ তালুকদার মন্জু
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকঃ দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী
শ্রম বিষয়ক সম্পাদকঃ আজাদুল ইসলাম রতন (এডঃ)
সাংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ অভিজিৎ চৌধুরী
সাস্হ্য বিষয়ক সম্পাদকঃ ডাঃ আবুল কালাম চৌধুরী
সাংগঠনিক সম্পাদকঃ শংঙ্কর চন্দ্র দাস
সাংগঠনিক সম্পাদকঃ সিরাজুর রহমান সিরাজ
সাংগঠনিক সম্পাদকঃ জুনেদ আহমদ
উপ দপ্তর সম্পাদকঃ মাহবুবুল হক জয়েদ
উপ প্রচার সম্পাদকঃ হুমায়ূন রশিদ লাভলু
সম্মানিত সদস্য
১। আব্দুল মান্নান (এম,পি)
২। ডঃ জয়া সেন গুপ্তা (এম, পি)
৩। শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী (এম, পি)
৪। মোয়াজ্জেম হোসেন রতন (এম,পি)
৫। আলতাব উদ্দিন
৬। আজিজুস সামাদ ডন
৭। মন্জুুরুল আলম চৌধুরী
৮। সামছুজ্জামান আফিস (মাস্টার)
৯। সুবির তালুকদার বাপ্টু
১০। মশিউর রহমান জুয়েল
১১। ইমামুজ্জামান মহি
১২। ফজলুল কবীর তুহিন
১৩। রেজাউল আলম নিক্কু
১৪। হাজী আবুল কালাম
১৫। মাহতামুল হাসান সমুজ
১৬। মলয় চক্রবর্তী রাজু (এডঃ)
১৭। রফুউল্লাহ্ ফজলু
১৮। নূরুল ইসলাম
১৯। কামরুজ্জামান দ্বারা
২০। তৈয়ব কামালী
২১। কল্লোল তালুকদার চপল (এডঃ)
২২।নিজাম উদ্দিন (এম,কম)
২৩। হাসান মাহবুব সাদী (এডঃ)
২৪। আবু সাদাত মোঃ লাহীন
২৫। অমল কান্তী কর
২৬। শামীম আকন্জী
২৭। আলমগীর কবীর
২৮। সিরাজুল ইসলাম
২৯। আল আমীন চৌধুরী
৩০। আসাদুজ্জামান সেন্টু
৩১।শামীমা শাহরীয়ার
৩২।অমল কান্তি চৌধুরী হাবুল
৩৩। সৈয়দ তারেক হাসান দাউদ
৩৪। আতিকুল ইসলাম আতিক
৩৫। ফেরদৌসী সিদ্দিকা
৩৬। জামিল চৌধুরী