সুনামগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতার দাবীতে অর্ধদিবস কর্ম বিরতি পালন

0
512
blank
blank

কে.এম শহীদুল,স্টাফ রিপোটার্র: পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধা রাষ্ট্রিয় কোষাগার হতে পাওয়ার দাবীতে অর্ধদিবস কর্ম বিরতি পালন করেছে সুনামগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সদস্য বৃন্দ। আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এক যোগে সমগ্র বাংলাদেশে ৩২৭টি পৌরসভায় এই কর্ম বিরতি পালন করে প্রায় সাড়ে ৩২ হাজার কর্মকর্তা কর্মচারী সদস্যরা। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ পৌরসভা চত্বরে কর্ম বিরতি দিবস পালিত হয়। উক্ত কর্ম বিরতি দিবসে একতা পোষন করেন সুনামগঞ্জ পৌর মেয়র আইয়ূব বখত্ জগলুল । সভায় বক্তব্য রাখেন পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সুনামগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মীর মোশারফ হুসেন,স্যাক্রেটারী আলী হুসেন , এসোসিয়েশনের সিলেট বিভাগীয় স্যাক্রেটারী কালী কৃষ্ণ পাল(সহ-প্রকোশলী)। পৌরসভার স্যাক্রেটারী শামছুদ্দিন,বস্তি উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন,উপ:সহ-প্রকোশলী হেলাল আবেদীন ও বজলুর রহমান প্রমূখ। বক্তারা সরকারের কাছে পৌর কর্মকর্তা কর্মচারীদের সকল দাবী পুরণের জন্য আহবান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ,মাহতাব উদ্দিন শাহীন,নুরুল আমিন, জ্যোতিলালসরকার, বজলুলহক,মতিউররহমান, লিটনরায়, সেলিমউদ্দিন, ফরিদআলী, শুক্লারায়চৌধুরী, রুমাদাস, আমিরআলী, সাজুমিয়া,সজিব,মাসুমাবেগম,মাফরোজা, খালেদা আক্তার,সিমা,রফিকমিয়া সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সদস্য বৃন্দ।