‘সুনামগঞ্জ ৩ আসনে ডনকে এমপি প্রার্থী দেখতে চাই’

0
1099
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত তৃণমুলে জন সংযোগ বৃদ্ধির লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় চিলাউড়া বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আ.লীগ নেতা আবদুল মোতালিবের সভাপতিত্বে এবং জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও আ.লীগ নেতা জামাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মনাফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ ছাবির মিয়া, উপজেলা আ.লীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, নুরুল ইসলাম, হাজী হারুন মিয়া, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর ও পৌর আ.লীগের সদস্য সচিব আবাব মিয়া, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র। বক্তব্য রাখেন, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, মিরপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদির, রাণীগঞ্জ আবদুস সামাদ আজাদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহিন মিয়া তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক পীর ছালিক আহমদ ডন, আ.লীগ নেতা রিয়াজ উদ্দিন রাজু, ছাত্রলীগ নেতা শাহিন মিয়া সুমন প্রমূখ। এ সময় জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর দিপক গোপ, ব্যবসায়ী ফরুক আলী, আক্তার হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সদস্য আলী আছগর ইমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতশত জনতা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আবদুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ আজাদ ডনকে সুনামগঞ্জ ৩ আসনে দলীয় প্রতীক নৌকা নিয়ে এমপি প্রার্থী হিসেবে দেখতে চাই। এটি জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বাসীর প্রাণের দাবি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়ে বলেন, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের মানুষ এখন পরিবর্তন চায়। আগামি নির্বাচনে এ আসনে ডনকে দলীয় প্রতীক দিলে তিনি অনায়াসে নির্বাচিত হবেন। তা না হলে নৌকার ভরাডুবি হওয়ার আশঙ্কা রয়েছে।