সুষ্ঠু নির্বাচন হলে ৮০ ভাগ আসনে বিএনপি বিজয়ী হবে: গয়েশ্বর

0
441
blank
blank

 

ঢাকা: জনগণ ভোট দিতে পারলে পৌর নির্বাচনে শতকরা ৮০ ভাগ আসনে বিএনপি বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্র রক্ষার আন্দোলন হিসেবে পৌর নির্বাচনে অংশ নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে ৮০ ভাগ আসনে আমরা জয়ী হব। আর জনগণ ভোট দিতে না পারলে শূন্য। সরকারি দলের প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘন করাই এখন আচরণবিধিতে পরিণত হয়েছে। আর যারা আচরণবিধি লঙ্ঘন করে তাদের কাছে আচরণবিধির অভিযোগ করে লাভ কী?’ যোগ করেন তিনি।

দলের আরেক স্থায়ী সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, নির্বাচন কমিশন সরকারের নির্দেশে চলে। তারা স্বাধীনভাবে কাজ করতে পারে না। অতীতের নির্বাচনগুলোতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। এবারের নির্বাচনেও স্বাধীনভাবে কাজ করতে না পারলে নির্বাচন অর্থবহ হবে না।