সেতুতে ধস: চট্টগ্রাম-দোহাজারী রেল যোগাযোগ বন্ধ

0
1055
blank

চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালীতে রেলসেতু ধসে পড়ায় রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম-দোহাজারী রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল থেকে ভারি বর্ষণের ফলে দোহাজারী উপজেলার বেঙ্গুরা স্টেশনের কাছাকাছি বোয়ালখালী-পটিয়া সীমান্তবর্তী বোয়ালখালী খালের ওপর ২৪ নং রেলওয়ে সেতুতে ধস নামে। এতে সকালে চট্টগ্রামের উদ্দেশে দোহাজারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রেল পটিয়া ধলঘাট স্টেশনে আটকা পড়ে।

গোমদন্ডী রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাফর বলেন, প্রবল বৃষ্টির কারণে কোনো এক সময় বোয়ালখালী ২৪ নং সেতুতে ধস নামে। এতে রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছে। তবে কবে নাগাদ এর কাজ শেষ হবে তা বলা যাচ্ছে না।

রেলওয়ে সূত্র জানায়, এই লাইনে প্রতিদিন দুটি যাত্রীবাহী ট্রেন চলাচল ও দোহাজারী পিকিং পাওয়ার প্লান্টের জন্য ফার্নেস অয়েলবাহী ওয়াগণ চলাচল করে। সেতু ধসের কারণে এই রুটে রেল যোগাযোগ এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে।