সোচ্চার মৌসুমী হামিদ

0
1475
blank
blank

বিনোদন ডেস্ক: বনানীতে দুই তরুণী ধর্ষণ ঘটনায় সাধারণ মানুষের মতো জনপ্রিয় নায়িকা ও অভিনেত্রী মৌসুমী হামিদও সোচ্চার হয়েছেন। নিজের ফেসবুকে মৌসুমী হামিদ বয়কট করলেন প্রতিষ্ঠানটি। তিনি লিখেছেন, ‘আমি মৌসুমী হামিদ আপন জুয়েলার্স বয়কট করলাম।’ স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘জোর করে যৌন সম্পর্ক নাকি কোনো ব্যাপার না। এটা নাকি তারা প্রায়ই করে। এটা যে ধর্ষণ তারা জানেই না! এবার জানবে । এবারো যদি ওরা টাকার জোরে দু’দিন পর ছাড়া পায় আমার মনে হয় আমাদের দেশের সাধারণ জনগণ সবাইকে চিনে ফেলেছে। সবার ছবি লক্ষবার দেখেছে সবাই। সারা জীবন তো ঘরের মধ্যে থাকবে না। বের তো হতেই হবে। বাকিটা বুঝে নেন। দে ডোন্ট নো দ্য পাওয়ার অব মিডিয়া। স্টপ রেপ।’

আরেকটি স্ট্যাটাসে মৌসুমী হামিদ বলেন, আমি বলি একটা খুনের শাস্তি মৃত্যদণ্ড না হলেও একটা ধর্ষণের শাস্তি অবশ্যই মৃত্যদণ্ড হওয়া উচিত। ৭১ এর বিচার সম্পন্ন হোক না হোক প্রত্যেকটা ধর্ষণ মামলার বিচার যেন অবশ্যই এবং দ্রুত কার্যকর করা হয়। এইটা পৃথিবীর জঘন্যতম অপরাধ নিঃসন্দেহে।