সোনারগাঁওয়ে ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত

0
969
blank
blank

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাগজবাহী একটি ট্রাক উল্টে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার ভোররাতে উপজেলার আষাড়িয়ার চর এলাকার বিসমিল্লাহ পেট্রল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে। সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, মেঘনা শিল্পাঞ্চলের আল-মোস্তফা প্যাকেজিং গ্রুপের কাগজবাহী একটি ট্রাক বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকা থেকে আষাড়িয়ার চরে নতুন চালু হওয়া তাদের অপর একটি কারখানায় আসছিল। ট্রাকের উপরে আটজন শ্রমিক ছিলেন। ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পার্শ্ব রাস্তায় নামার সময় বিসমিল্লাহ পেট্রল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কাগজের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চার শ্রমিক নিহত হন। অন্য চারজনও গুরুতর আহত হন। তবে ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।
নিহতরা হলেন- পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চর মনতাজ এলাকার ইউসুফ আলীর ছেলে মো. মোশাররফ হোসেন (৩০), একই জেলার গলাচিপা উপজেলার রফিক মজুমদারের ছেলে আবু তাহের (২২), মাদারীপুর জেলার কেন্দুয়া এলাকার আবুল বাশারের ছেলে অপু হাওলাদার (২২) ও একই এলাকার হোসেন চৌকিদারের ছেলে ওবায়দুল হক (৩৬)। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি। আহতদের উদ্ধার করে পথমে স্থানীয় সেবা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজন বলে জানা গেছে।