সোনার বাংলা গড়াই হবে মুজিব বর্ষের অঙ্গীকার: কৃষিমন্ত্রী

0
443
blank
blank

টাঙ্গাইল : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ গড়াই হবে মুজিব বর্ষের অঙ্গীকার। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। শুক্রবার বিকালে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার ৮ম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে দেশের অভূত ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে। এই উন্নয়নে বড় বাধা বিরোধী পক্ষ বিএনপি ও জামায়াত। তারা বিগত ২০১৩-১৪ সালের নয় মাস জ্বালাও পোড়াও করে। নিরপরাধ মানুষদের পুড়িয়ে মেরে নির্বাচিত সরকার পতনের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি।

মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অ্যাডভোটেক ইয়াকুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান প্রমুখ।