স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ব্যতিক্রম ‘ডা.আবদুল জলিল’

0
851
blank
blank

এম. তানজিল হাসান: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন একাধিক প্রার্থী। আওয়ামী, বিএনপির পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণার দৌড়ঝাপে পিছিয়ে নেই।সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা ঘুরছেন মানুষের দুয়ারে ভোট প্রার্থনায়। বিরামহীন প্রচারণায় এ ক্ষেত্রে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল জলিল। যিনি উপজেলাবাসীর কাছে ‘জলিল ভাই’ হিসাবেই বেশ পরিচিত। গ্রাম্য ডাক্তার এই সাদাসিধা মানুষটির সহজ সরল দৃষ্টিভংগিই হল ইউনিয়নের উন্নয়ন।অসুস্থ রোগীর খবর পেলে যেমন রাতের অন্ধকার অথবা বৈশাখীর ঝড় তাকে মানবসেবা থেকে বিরত রাখতে পারেনা তেমনি চেয়ারম্যান হলে শত প্রতিকূলতা তাকে ইউনিয়নবাসীর সেবা থেকে বিরত রাখতে পারবেনা বলে এই প্রতিবেদকের কাছে দৃপ্তকণ্ঠে জানান ডা. জলিল। কেন আপনি প্রার্থী হলেন এই প্রশ্ন ছুড়ে দিতেই এক বাক্যের জবাব এল। তিনি বললেন, সমাজের তৃণমূল স্তরের বৈষম্যে ঘোচাতে চেয়ারম্যান হওয়ার বিকল্প নেই।

ইউনিয়নের মাঠ চষে দেখা গেছে, জনপ্রিয়তার প্যারামিটারে আবদুল জলিল অনেক এগিয়ে রয়েছেন।তফসিল ঘোষনার অনেক আগে থেকে যেভাবে মাঠে কাজ করছেন তাতে প্রচুর সাড়া পড়েছে তার পক্ষে মাঠপর্যায়ে।সুষ্ঠু নির্বাচন হলে গলায় জয়ের মুকুট আবদুল জলিলই পড়বেন এমনটাই বলছেন তার কর্মী সমর্থকেরা।এলাকার প্রবীণ মুরুব্বি আলতাফ উদ্দিন আহমেদকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এলাকার উন্নয়নে জলিলের মত সোনার ছেলের দরকার যারা হাজার প্রতিকূলতাকে জয় করতে পারে।নির্বাচনের দিনই ঠিক হবে কে বসছেন ইউনিয়ন পিতার চেয়ারে। ডা:জলিল নাকি অন্য কেউ!