স্বপ্নকুঁড়ি সমাজ কল্যাণ সংস্থা’র ‘শিলা মেধাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত

0
1307
blank

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার: ‘স্বপ্নকুঁড়ি সমাজ কল্যাণ সংস্থা’ এর আওতায় ৫ম বারের মত ‘শিলা মেধাবৃত্তি পরীক্ষা ২০১৫খ্রি.’ জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিদর্শন করেন জুড়ী উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাবা গুলশান আরা মিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল হাই, গণমাধ্যমকর্মী ও স্থানীয় পর্যায়ের গণ্যমান্যব্যক্তি বর্গ। বিগত বছর গুলোতে শুধুমাত্র ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হত। এ বছর ১ম বারের মত পঞ্চম শ্রেণির পাশাপাশি ৮ম শ্রেণির শিক্ষার্থীরাও উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ১১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৬২৩ জন ও ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩০জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন করে এবং ৫ম শ্রেণির ৫৮৭জন ও ৮ম শ্রেণির ১০৯জন সহ মোট ৬৯৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

‘স্বপ্নকুঁড়ি সমাজ কল্যাণ সংস্থা’ এর প্রতিষ্ঠাতা, সভাপতি ও নির্বাহী পরিচালক জনাব বিজয় রুদ্র পাল তার মায়ের নামে ২০১১সাল হইতে ‘শিলা মেধাবৃত্তি পরীক্ষা’ চালু করেন। তিনি ‘শিলা মেধাবৃত্তি পরীক্ষার’ পাশাপাশি ‘ছোট ধামাই আইডিয়াল একাডেমি’, চা বাগানের গরীব ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, ‘স্বপ্নকুঁড়ি পাঠাগার’ পরিচালনা করে আসছে। জনাব বিজয় র“দ্র পাল ‘শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান’ রাখায় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে ভূষিত হন’ তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্ঠা জনাব সজীব ওয়াজেদ জয় এর কাছ থেকে বিগত ০২ মে ২০১৫খ্রি. তারিখে উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন।