স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাক চাপায় ছাত্রী নিহত

0
1011
blank
blank

কুমিল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় নবম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠীসহ এলাকাবাসী। একই মহাসড়কে লেগুনা উল্টে দশম শ্রেণির আরেক ছাত্রী নিহত হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৬ মার্চ) সকালে চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলো নবম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার। পথে চান্দিনা আঞ্চলিক সড়কের কুটুম্বপুর এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মাহমুদা।

এ ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সহপাঠীসহ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশের হস্তক্ষেপে প্রায় ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।

এদিকে, একই মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা খাদে পড়ে রিনা নামে দশম শ্রেণির আরেক ছাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।