স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি পাঠিয়েছে বিজিবি

0
627
blank

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি পাঠিয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত ফাঁড়ি দিয়ে বিএসএফের কাছে এসব মিষ্টি পাঠানো হয়। বিজিবি জানায়, পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিপরীতে ভারতের ৫৩ বিএসএফ সীমান্ত ফাঁড়ি ও চারটি ব্যাটালিয়নে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মিষ্টি পাঠানো হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এরশাদুল হক বলেন, সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য নববর্ষ, ঈদসহ বিভিন্ন দিবসে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের মিষ্টি বিতরণ করা হয়ে থাকে। এরই অংশ হিসেবে আমাদের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি পাঠানো হয়েছে।