স্বাধীনতা দিবসে সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

0
878
blank
blank

স্টাফ রিপোর্টার: নগরীর সুবিদ বাজারস্থ সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা ২৬শে মার্চ রবিবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এস.এ.ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিত্বে ও একাদশ শ্রেণির শিক্ষার্থী হাফসা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক খয়রুন নেছা চৌধুরী নাজ, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মিশন দত্ত, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক রেফা বেগম, প্রভাষক মবরুর আহমদ সাজু, প্রভাষক নাজিম উদ্দিন, প্রভাষক ফাতেমা লিপি, প্রশাসনিক কর্মকর্তা মারজান চৌধুরী, শিক্ষক জামাল হোসাইন, আবুল হোসাইন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়ছল আহমদ, একাদশ শ্রেণির ইসরাত জাহান শতাব্দি প্রমূখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী বলেন, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেই সব বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা, যাদের নয় মাস জীবন-মরণ লড়াইয়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সে সব মা-বোনদের কথা, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য সকল ত্যাগ স্বীকার করেছেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্নের সোনার বাংলার অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে আমাদের যুবসমাজকে বিকৃত ইতিহাস শিক্ষা দেয়া হচ্ছে সেদিকে খিয়াল রেখে সঠিক ইতিহাস জানতে হবে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী আশরাফ আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের দেশাত্ববোধক গানে ও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।