স্বামী-স্ত্রীর বিবাদে শিশুর জীবন হুমকির মুখে

0
504
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে স্বামী-স্ত্রীর বিবাদে এক কন্যা শিশুর জীবন হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, বিগত ২০১৩ সালে জগন্নাথপুর উপজেলার মোহাম্মদপুর সেরা গ্রামের জঙ্গি সালেহ এর সাথে উপজেলার খালিকনগর গ্রামের পারভিন বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে নব-বধূ পারভিন বেগমকে তার স্বামী জঙ্গি সালেহ তাকে নানাভাবে নির্যাতন করতো। এ নিয়ে এলাকায় কয়েকবার শালিস বৈঠক হলেও কোন সমাধান হয়নি। এক পর্যায়ে স্ত্রী পারভিন বেগম তার পিত্রালয়ে ফিরে যায়। এর মধ্যে তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের ৩ বছরের কন্যা সন্তান তাহমিনা আক্তার তেলেসিমীয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে প্রতি মাসে এক ব্যাগ রক্ত দিতে হয়। তার চিকিৎসার খরচ জোগাতে গিয়ে শিশুটির মামা আল আমিন এখন দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় গত ২৫ এপ্রিল নির্যাতিতা স্ত্রী পারভিন বেগমের ভাই আল আমিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।