সৎ নেতার হাতে দেশ কখনও পথ হারায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

0
517
blank
blank

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সৎ নেতার হাতে দেশ কখনও পথ হারায় না। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ সিরাজদিখানে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার জন্য দারিদ্র্যের সীমা পার হয়ে আমরা মধ্যম আয়ের দেশে চলে আসছি। এখন মধ্যম আয়ের দেশ হতে আমরা উন্নত বাংলাদেশে যাচ্ছি। শেখ হাসিনার হাতে বাংলাদেশ পথ হারাবে না দেশ, এটাই প্রমাণ করে।

তিনি বলেন- যিনি সৎ, যোগ্য, দক্ষ। যার ভিশন থাকে, দেশপ্রেম থাকে, সততা থাকে সেই নেতার হাতে দেশ থাকলে কোনো দিন পথ হারায় না।

এর আগে মন্ত্রী উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

বিদ্যালয়ের ১০০ বছরপূর্তি উৎসবে ‘এসো মিলি স্মৃতি-সুখের ঝরণা ধারায়’- এই স্লোগানে সকাল থেকেই স্কুল ক্যাম্পাস কানায় কানায় পরিপূর্ণ হয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা হয়ে ওঠে।

শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে কমিটির সাধারণ সম্পাদক লে. কর্নেল মো. কামরুল ইসলাম (অব.), মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, প্রাক্তন সচিব রেজাউল কবীর, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নাজমূল আলম খান, বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলাম, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেনসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য দেন।