সড়ক থেকে ৫ হাজার ইট তুলে নিলেন আ. লীগ নেতা

0
661
blank
blank

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গ্রামীন সড়ক থেকে প্রায় ৫ হাজার ইট তুলে নেয়ার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলালের বিরুদ্ধে। গত মঙ্গলবার নিজের লোকজন নিয়ে ইট তুলে নেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। ঘটনার সত্যতা স্বীকার করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলার ভাটরাই-চন্দ্রনগর-নিগারেরপাড় সড়কটি ব্যবহার করেন কয়েক গ্রামের মানুষ। ওই রাস্তা থেকে আওয়ামী লীগ নেতা দুলাল ইট তুলে নেয়ার খবর ছড়িয়ে পড়লে লোকজন জড়ো হয়ে ইট তুলতে বাধা দেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। তবে এর আগেই প্রায় পাঁচ হাজার ইট তুলে নিয়ে যায় দুলালবাহিনী।
এ নিয়ে ভাটরাই গ্রামের বাসিন্দা এমদাদুল হক গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে দুলালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বারবার কল দিলেও কল রিসিভ করেননি তিনি।