হজ ফ্লাইট শুরু ৪ জুলাই

0
963
blank
blank

ঢাকা: মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সঙ্কটের কারণে এ বছর ওমরাহ হজ করতে পারছেন না ২০ হাজার যাত্রী। ফলে ভিসা ও বাড়িভাড়া বাবদ বাংলাদেশের ক্ষতি হবে প্রায় ১০০ কোটি টাকা। আগামী ৪ জুলাই শুরু হচ্ছে এ বছরের হজ ফ্লাইট, চলবে ৫ আগস্ট পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট।

শনিবার (১১ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
প্রতি বছর হজের পাশাপাশি ওমরাহ করতে সৌদি আরব যান লক্ষাধিক বাংলাদেশি। এর আগে বছরের শুরুতে প্রথম কয়েক মাস ওমরাহ হজ করতে পারলেও এবার বছরজুড়েই মিলবে এ সুযোগ। গত ৮ মে পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৫০৮টি ওমরাহ ভিসা পেয়েছে বাংলাদেশ।
মানুষের বাড়তি আগ্রহকে কাজে লাগিয়ে এর মধ্যেই ঢাকা-জেদ্দা-ঢাকা রুটের বিমান ভাড়া বেড়ে ৫০ হাজার থেকে ৯০ হাজার টাকা হয়েছে। তারপরও বিমানের টিকিট না পাওয়ায় ২০ হাজারের বেশি যাত্রী সৌদি আরব যেতে পারছেন না।