হরতালে জনগণ সাড়া দেয়নি : ওবায়দুল কাদের

0
620
blank

ঢাকা: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম জোটের হরতালে জনগণ সাড়া দেয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কর্মসূচিটি আবেদনহীন’। রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের হরতালে কোনো আবেদন ছিল না মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণের পক্ষ থেকে এই হরতালের কোনো আবেদন কেউ কি কোথাও দেখেছেন? কোথাও কি আপনারা হরতালের চিহ্ন পেয়েছেন। ঢাকা শহরের চির পরিচিত দৃশ্য আজও বহাল আছে।’

‘আমি মনে করি বাংলাদেশে যারা মনে করেন হরতালের মাধ্যমে গণ আন্দোলন করা যাবে, হরতাল এখন গণ আন্দোলনের অস্ত্র নয়। হরতাল নামক অস্ত্রটিতে মরিচা ধরে গেছে। আন্দোলনের জন্য এখন হরতাল কার্যকর নয়।’

গ্যসের দাম বাড়ানো যৌক্তিক জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘গ্যাসের দামের ব্যাপারে আবারও বলি, সমন্বয় করার জন্য গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। সরকারকে যে ভর্তুকি দিতে হতো, এখনও দিতে হবে। কাজেই গ্যাসের মূল্য বৃদ্ধি বাস্তব এবং যুক্তিসম্মত।’

‘গ্যাসের দাম বৃদ্ধির পিছনে এলএমজি গ্যাস কোম্পানিকে সুবিধা দেওয়াই সরকারের মূল লক্ষ্য’-বিএনপির এমন অভিযোগের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘এটা সরকার বিরোধীদের কথা, বিরোধীদল বলার জন্য বলছে।’

সম্পাদকমণ্ডলীর সভায় ১৫ আগস্ট সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি, জাতীয় সম্মেলনের সাংগঠনিক প্রস্তুতি, বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থী বিরুদ্ধ আচরণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।