হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে আদালতে রিট

0
932
blank
blank

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, এ বিষয়ে রুল জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনে নাসিরনগরসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনাও চাওয়া হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইন ও শালিস কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট জেড আই খান পান্না এ রিট আবেদন দায়ের করেন। এতে স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, পুলিশের আইজিপি, চট্রগাম বিভাগের ডিআইজি, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি, এসপি, নাসিরনগর থানার ইউএনও এবং ওসিকে রিটে বিবাদী করা হয়েছে।
বিচারপতি কাজী মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। প্রসঙ্গত, ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে কয়েকটি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে।