১০ দিনের মধ্যে পেঁয়াজের দাম মধ্যে কমে আসবে : বাণিজ্যমন্ত্রী

0
631
blank
blank

ঢাকা: আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দাম ১০ দিনের মধ্যে কমে যাবে বলে শনিবার দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীর এক হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত এক সেমিনারে অংশ নেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘পরিবহন সমস্যার কারণে আমদানি করা পেঁয়াজ এখনো বাজারে সরবরাহ করা হয়নি।’

বিদেশ থেকে আমদানি করা ১২ হাজার টন পেঁয়াজ ২৯ নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, স্থানীয় চাহিদা পূরণে বাংলাদেশকে ২৫ শতাংশ পেঁয়াজ আমদানি করতে হয়। তার মধ্যে ৯০ শতাংশ আমদানি করা হয় ভারত থেকে। তবে দুর্ভাগ্যজনকভাবে ভারত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে। এ কারণেই সমস্যা হয়েছে।